সিরাজগঞ্জ: যমুনা সেতুর ওপর দিয়ে রোববারও বিপুল সংখ্যক যানবাহন চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে প্রায় পৌনে তিন কোটি টাকারও বেশি।
সোমবার (৭ এপ্রিল) দুপুরের দিকে যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৩৬ হাজার ৯৪৭টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে চলেছে ১৫ হাজার ৭৯ এবং উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে ২১ হাজার ৮৬৮টি যানবাহন চলাচল করেছে।
তিনি আরও বলে, এসব যানবাহনের মধ্যে বাস চলাচল করেছে ১৩ হাজার ৭২০, ট্রাক ৬ হাজার ৯১৬, অন্যান্য হালকা যানবাহন ১০ হাজার ৭৫৮ এবং মোটরসাইকেল চলাচল করেছে ৫ হাজার ৫৫৩টি।
মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ১৫০ টাকা। এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় ১ কোটি ২৬ লাখ ৯ হাজার ৭৫০ টাকা ও পশ্চিম টোলপ্লাজায় আদায় হয়েছে ১ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৪০০ টাকা।
এর আগে রোববার ৪২ হাজার যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ টাকারও বেশি।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরএ