মাগুরা: পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার চার আসামির প্রধান হিটু শেখের সংশ্লিষ্টতা ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে তিনি জানান, হিটু শেখের বিরুদ্ধে ডিএনএ পরীক্ষায় প্রমাণ মিলেছে। বাকি তিন আসামি ধর্ষণে জড়িত কিনা, সে বিষয়ে তদন্ত এখনো চলমান। ডিএনএ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পরই আদালতে চার্জশিট দাখিল করা হবে।
ঘটনার সূত্রপাত ১ মার্চ, যখন শিশুটি বেড়াতে যায় বড় বোনের বাড়ি। সেখানে গত ৫ মার্চ সে ধর্ষণের শিকার হয়। প্রথমে তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। দীর্ঘ চিকিৎসারত অবস্থায় গত ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শিশুটি মারা যায়।
ঘটনার পাঁচ দিন পর, গত ৮ মার্চ শিশুটির মা আয়েশা আক্তার মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত করা হয় শিশুটির বড় বোনের শ্বশুর, তার দুই ছেলে এবং স্ত্রীকে। বর্তমানে চার আসামিই কারাগারে রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, আইন অনুযায়ী তদন্ত শেষে ৩০ কার্যদিবসের মধ্যে পুলিশ প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ২৪ এপ্রিল প্রতিবেদন দাখিলের শেষ দিন। ইতোমধ্যে ফরেনসিক প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৫
এমজে