ঢাকা, সোমবার, ১ বৈশাখ ১৪৩২, ১৪ এপ্রিল ২০২৫, ১৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

চারুকলার ঘটনায় নিরাপত্তার দায়িত্বে গাফিলতি পেলে ব্যবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
চারুকলার ঘটনায় নিরাপত্তার দায়িত্বে গাফিলতি পেলে ব্যবস্থা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। বাংলা নববর্ষ-১৪৩২ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থা— নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ফ্যাসিবাদের মুখাকৃতি পুড়ে যাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, যে ঘটনা ঘটেছে, সেটির তদন্ত হবে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন, তাদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল কি না, তা অনুসন্ধান করে দেখা হচ্ছে। যদি এমন কিছু পাওয়া যায়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, পহেলা বৈশাখে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও আমরা অনুষ্ঠানটি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করব।  

‘র‍্যাব ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। আমাদের মোটরসাইকেল টহল, গাড়ি টহল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে অনুষ্ঠানটি যেন সুন্দরভাবে করা যায়, সব রকম ব্যবস্থা আমরা নিয়েছি। ’

এ কে এম শহিদুর রহমান বলেন, অনুষ্ঠান আজকে থেকে শুরু হতে যাচ্ছে। সোহরাওয়ার্দী উদ্যানে ব্যান্ড শো আছে আজ। কাল সকাল থেকে ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে অনুষ্ঠান হবে। মূল অনুষ্ঠান থাকবে রমনা বটমূলে। এরপর চারুকলার আনন্দ শোভাযাত্রা হবে। রবীন্দ্র সরোবর দিনব্যাপী অনুষ্ঠান আছে। আমরা সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি এবং আশা করি এই অনুষ্ঠান সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।

তিনি আরও বলেন, আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করছি, যেন কেউ অপপ্রচার চালাতে না পারে। এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন, শিশু ও বয়স্কদের নিরাপত্তার দিকে আমরা বিশেষ নজর রাখব। কোন ইভটিজিং যেন না হয়, সেদিকেও আমাদের সতর্ক সৃষ্টি থাকবে।

র‍্যাবকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে মহাপরিচালক বলেন, জনসাধারণের সহযোগিতা নিয়ে আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে চাই। আমরা আমাদের নিরাপত্তা বলয় বিস্তৃত করব সব জায়গায়।

নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তিনি বলেন, বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, রমজান ও ঈদ সবই আমরা যথাযথভাবে উদযাপনে সক্ষম হয়েছি। একই ধারাবাহিকতায় আমরা নববর্ষের অনুষ্ঠানটিও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব বলে আশা করি।

রমনা বটমূলে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ভেতরে আমাদের ফুট পেট্রোল থাকবে, সাদা পোশাকে নজরদারি থাকবে, সড়কে আমাদের মোটরসাইকেল-গাড়ির টহল থাকবে। আমরা সুইপিং করব। আমাদের ডগ স্কোয়াড আছে, বম্ব ডিসপোজাল ইউনিট আছে। সব প্রস্তুতি আমরা নিয়েছি। নিরাপত্তাজনিত কোনো সমস্যা হবে না বলেই আমরা আশাবাদী।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
এসসি/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।