ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ছাত্র হত্যার ৭ মামলার আসামি আপেল গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, এপ্রিল ১৪, ২০২৫
ছাত্র হত্যার ৭ মামলার আসামি আপেল গ্রেপ্তার আপেল মাহমুদ।

সাভার (ঢাকা): জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতা হত্যার ঘটনায় স্বজনদের দায়ের করা সাত মামলার এহাজারভুক্ত আসামি আপেল মাহমুদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

সোমবার (১৪ এপ্রিল) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।

এর আগে রোববার (১৩ এপ্রিল) মুন্সিগঞ্জ জেলা সদর থানার কেওয়ার লোহারপুলের গাবতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

আপেল মাহমুদ সাভার পৌরসভার ভাটপাড়া এলাকার মৃত শুকুর মুন্সির ছেলে। তার বিরুদ্ধে ছাত্র-জনতা হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে সাতটি মামলা দায়ের করেছেন তাদের স্বজনরা।

জুয়েল মিয়া বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আপেল মাহমুদকে গ্রেপ্তার করে রোববার রাত ১২টার দিকে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ