ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩২, ১৬ এপ্রিল ২০২৫, ১৭ শাওয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ঝরল ২ প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ঝরল ২ প্রাণ

ঢাকা: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উত্তর আব্দুল্লাহপুরে বাসচাপায় লিপি বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

এ ছাড়া সোমবার (১৪ এপ্রিল) রাত ১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ শেখ রাসেল স্কুলের সামনে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক রুহুল আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। এ সময় আশিক (২৫) ও ফারুক (২৬) নামের আরও দুই আরোহী আহত হয়।

উত্তরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিল্টন মিয়া বাংলানিউজকে বলেন, নিহত লিপির বাড়ি ঝালকাঠী জেলায়। তিনি দক্ষিণখান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। নিহতের স্বামীর নাম কামাল হোসেন। ওই নারী উত্তরার কামারপাড়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। জানতে পেরেছি সকালে বাসা থেকে কামারপাড়ায় কর্মস্থলে যাচ্ছিলেন ওই নারী। আব্দুল্লাহপুরের খন্দকার ফিলিং স্টেশনের সামনে রাস্তা পার হওয়ার সময় গোল্ডেন লাইন নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি আহত হয়। পরে পথচারীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। স্বজনরা খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে মারা যায় ওই নারী।

এসআই আরও বলেন, এ ঘটনায় ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট বাসটিকে আটক করেছে, তবে এর চালক পালিয়ে গেছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে আছে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছামমাক হোসেন বলেন, সোমবার রাতে হাজারীবাগ এলাকায় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তিন যুবক। এ সময় তাদের মোটরসাইকেলটিকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় চালক রুহুল আমিন (২৫)। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। তারা হাসপাতালে চিকিৎসাধীন।  

এসআই আরও বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছে। রুহুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

নিহত রুহুলের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ফকিরাবারি গ্রামে। তিনি কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ