বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, নির্বাচনবিহীন শাসনব্যবস্থা, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জুলাই বিপ্লব ঘিরে উদ্ভূত অস্থিরতা নিয়ে এবার সরব হলো অস্ট্রেলিয়ার সংসদ। সে দেশের বিভিন্ন রাজ্য ও ফেডারেল পর্যায়ের ৪১ জন সিনেটর ও এমপি একযোগে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে।
বুধবার (২১ মে) ই-মেইলের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে তারা বাংলাদেশে অবিলম্বে একটি নিরপেক্ষ, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণযোগ্য এবং সময়সীমা নির্ধারিত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বিলুপ্তি এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের জন্য ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন।
চিঠির শুরুতেই অস্ট্রেলীয় এমপি ও সিনেটররা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বর্তমানে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সংকটের মুখোমুখি এবং সরকারে গণতান্ত্রিক বৈধতার অভাব রয়েছে। তাঁরা লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করতে অবিলম্বে একটি স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে তত্ত্বাবধানযোগ্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই রোডম্যাপটি ২০২৫ সালের মধ্যেই কার্যকর করতে হবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ’
তারা বলেন, ‘বাংলাদেশে বিগত তিনটি জাতীয় নির্বাচন যথেষ্ট বৈধতা পায়নি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও একাধিকবার এই নির্বাচনগুলোর স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ ও স্থিতিশীলতার জন্য অবিলম্বে নতুন নির্বাচনী পরিকল্পনা প্রয়োজন। ’
চিঠিতে সংসদ সদস্যরা সতর্ক করে দিয়ে বলেন, ‘সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব বা অস্পষ্টতা জনগণের মধ্যে অনাস্থা বাড়িয়ে তুলবে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ হুমকির মুখে ফেলবে। বাংলাদেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায় পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ’
আরআইএস