আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে নৌ অধিক্ষেত্রের পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জন স্থানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ‘আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫’ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক এক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তিনি।
সভায় পূজা কমিটি ও নৌ পুলিশের করণীয়, প্রতিমা তৈরির সময় নিরাপত্তা, পূজাকালীন টহল, প্রতিমা বিসর্জনের সময় করণীয়, বর্জনীয়সহ বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজা কমিটির নেতারা দুর্গাপূজা শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত নৌপথে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদারের প্রস্তাব দেন এবং নৌ পুলিশের সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান সভায় বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্বৃত্তায়ন না ঘটে, সে লক্ষ্যে নৌ পুলিশের নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হবে। নারী ও শিশুরা যাতে নির্বিঘ্নে উৎসবে যোগ দিতে পারে, সে বিষয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও নির্দেশ দেন নৌ পুলিশের ১১টি অঞ্চলে কর্মরত পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পূজামণ্ডপে সক্রিয় ভূমিকা পালন করবেন এবং গুরুত্বপূর্ণ মণ্ডপে সরাসরি উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করবেন।
অনুষ্ঠানে নৌ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং পূজা কমিটির বিভিন্ন স্তরের নেতারা সরাসরি ও ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন।
এমএমআই/এএটি