ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে ‘কালো আইন’ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, মে ২৬, ২০২৫
সচিবালয়ে ‘কালো আইন’ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সদস্যরা

ঢাকা: নিবর্তনমূলক ‘কালো আইন’ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সচিবালয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সদস্যরা।

সোমবার (২৬ মে) সকালে পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।


সচিবালয়ে সরেজমিনে দেখা যায়, শত শত কর্মকর্তা-কর্মচারী কাজ বাদ দিয়ে বিক্ষোভে অংশ নেন। বেলা সাড়ে ১১টায় ৬ নম্বর ভবনের সামনে জড়ো হয়ে মিছিলসহ তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন-সচিবালয়ের কর্মচারী, এক হও লড়াই কর, অবৈধ কালো আইন, মানি না মানবো না, আমাদের দাবি, মানতে হবে।

পরে মিছিলটি সচিবালয়ের বিভিন্ন ভবনের সামনে ঘুরে প্রতিবাদ প্রদর্শন করে।

বিক্ষোভকারীরা জানান, ‘সরকারি চাকরি আইন সংশোধনে প্রস্তাবিত অধ্যাদেশ’ বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা হুঁশিয়ারি দেন, দাবি পূরণ না হলে আগামী দিনে সচিবালয় অচল করে দেওয়া হবে এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জানা গেছে, ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধনে প্রণীত অধ্যাদেশের খসড়া নিয়ে ক্ষুব্ধ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। কারণ এতে বলা হয়েছে-শৃঙ্খলা ভঙ্গ, কর্তব্য পালনে গাফিলতি, অনুপস্থিতি কিংবা উসকানির অভিযোগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই চাকরিচ্যুতির বিধান রাখা হয়েছে।

গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে বিষয়টি পর্যালোচনার জন্য চারজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জিসিজি /এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।