ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

জাতীয়

মিরপুরে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন, প্রেমিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, মে ২৮, ২০২৫
মিরপুরে পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী খুন, প্রেমিক আটক

ঢাকা: পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুর-১১ নম্বর এলাকায়। পুলিশ বলছে, স্ত্রীর প্রেমিক এই জোড়া খুনের সঙ্গে জড়িত।

নিহতরা হলেন, নাজমুল হাসান পাপ্পু (৩৫) ও তার স্ত্রী দোলন আক্তার দোলা (২৮)।

বুধবার (২৮ মে) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর মিরপুর-১১-এর বি ব্লকের ৩৫ নম্বর ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ঘটনার পর ঘাতক গাউস মিয়াকে (৩৩) সেনাবাহিনীর সহযোগিতায় পল্লবী থানা পুলিশ আটক করে। মতিউর রহমান মিয়ার ছেলে গাউস মিয়া। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বলেন, পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।