ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

নির্বাচন ও ইসি

সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪০, জুলাই ২১, ২০২৫
সাবেক নির্বাচন কমিশনার আবদুল মোবারক মারা গেছেন ফাইল ফটো

ঢাকা: সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর ২ মাস।

সোমবার (২১ জুলাই) এ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে সাবেক এ নির্বাচন কমিশনার গলার ক্যানসারে ভুগছিলেন।

মৃতের শ্যালিকা লাইজু জানান, চট্টগ্রামের হাটহাজারির নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।

আবদুল মোবারক ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের সময় জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার হিসেবে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশনে দায়িত্ব পালন করেন। ওই সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন।

ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।