দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৩১৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা এবং ওয়ারেন্টভুক্ত রয়েছে ৮০৯ জন।
বুধবার (৩০ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৩১৬ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট ৮০৯ ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫০৭ জন।
এ ছাড়া অভিযানে দেশীয় পিস্তল, একনলা বন্ধুক, দেশীয় শুটার গান, গুলি, কার্তুজের খোসা, ওয়েন্ডিং মেশিন, গ্রাইন্ডার মেশিন, চাইনিজ কুড়ালসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত আরও অনেক জিনিসপত্র উদ্ধার করা হয়।
এমএমআই/এএটি