ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাবার কবর, মায়ের দোয়া ও রোনালদোর ‘বিশ্বাস’—সিরাজের সাফল্যের রহস্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, আগস্ট ৫, ২০২৫
বাবার কবর, মায়ের দোয়া ও রোনালদোর ‘বিশ্বাস’—সিরাজের সাফল্যের রহস্য সংগৃহীত ছবি

ভারতের পেসার মোহাম্মদ সিরাজের ক্রিকেট যাত্রা শুধুই প্রতিভার গল্প নয়, এটা এক ‘বিশ্বাস’-এর গল্প—বাবার স্বপ্ন, মায়ের প্রতিদিনের দোয়া আর নিজের অদম্য সংগ্রামের গল্প।

সিরাজ যখনই কোনো আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে যান, তার আগে বাবার কবর জিয়ারত করেন, দোয়া চান।

ফিরে এসেও সবার আগে যান সেখানেই। বাবার মৃত্যু হয়েছিল ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরের সময়।

তখন দলের সঙ্গে থাকলেও ভেঙে পড়েননি সিরাজ। বরং মাঠেই বাবার স্বপ্ন বাস্তবায়নের লড়াইয়ে অবতীর্ণ হন। ওই সিরিজে তিন টেস্টে সর্বোচ্চ ১৩ উইকেট নিয়ে নিজের অস্তিত্ব জানান দেন।

ভারতীয় সংবাদমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'-কে সিরাজের মা শাবানা বেগম বলেন, ‘সিরাজ তার আব্বুকে খুব ভালোবাসে। ওর আব্বুও ওকে অসম্ভব ভালোবাসতেন। ও যখনই খেলে, আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওর জন্য দোয়া করি। ’

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে সিরাজ ছিলেন ভারতের জয়ের অন্যতম কারিগর। পাঁচ ম্যাচে সর্বোচ্চ ২৩ উইকেট নিয়ে দলকে ২-২ সমতায় আনতে বড় ভূমিকা রাখেন। সিরিজের শেষ টেস্টের সকালে তিনি ডাউনলোড করেন ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ছবি, যেখানে লেখা ছিল ‘Believe’ (বিশ্বাস)—এটাই তার মন্ত্র।

সিরাজের ভাই মোহাম্মদ ইসমাইলের ভাষায়, ‘সিরাজ রোনালদোর বিশাল ভক্ত। ওর রুমে বিশাল পোস্টার, নিজের তৈরি থিয়েটারে রোনালদোর খেলা দেখে। উইকেট নিলে ‘সিউ’ উদযাপন করে, যেন ওর রোনালদোর প্রতি শ্রদ্ধা। ’

সিরাজ নিজে বলেন, তিনি এখন যেভাবে ফিটনেস নিয়ে কাজ করেন, তার পেছনে সবচেয়ে বড় প্রেরণা বিরাট কোহলি।

‘২০১৮ সালে যখন খুব খারাপ আইপিএল কাটল, তখন বিরাট ভাই পাশে ছিলেন। উনি জানতেন আমার মধ্যে কী আছে। তার আস্থা আমাকে বারবার সুযোগ দিয়েছে। ’

চ্যাম্পিয়নস ট্রফির দলে না থাকায় হতাশ হয়েছিলেন সিরাজ, কিন্তু সেটাই ছিল তার টার্নিং পয়েন্ট। কঠোর অনুশীলন আর নিয়মানুবর্তিতা তাকে নতুন করে গড়ে তোলে।

আজ সিরাজ শুধু ভারতের নির্ভরযোগ্য পেসার নন, একজন অনুপ্রেরণার নাম—যিনি প্রমাণ করেছেন, একজন বাবা-মায়ের দোয়া আর নিজের অদম্য মনোভাবই সবচেয়ে বড় প্রেরণা।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।