নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে নন-এসি (সিটি বন্ধন, উৎসব) বাসের নতুন করে ভাড়া নির্ধারণ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
বুধবার (২০ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক দল ও পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ থেকে ঢাকার জিরো পয়েন্ট পর্যন্ত বাস ভাড়া ৫০ টাকা থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের ভাড়া সপ্তাহের সাতদিন অর্ধেক রাখার সিদ্ধান্ত সভায় উপস্থিত পরিবহন মালিক সমিতির নেতারা মেনে নেন।
সেই সঙ্গে চাষাঢ়া থেকে ঢাকার মাঝে কোন প্রকার যাত্রী না উঠানো বা টিকিট কাউন্টার না রাখার বিষয়ে একমত হন বাস মালিক নেতারা।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মালিক সমিতির দাবি অনুযায়ী পরিবহনের ভাড়া ৫৭ টাকা আমরা নির্ধারণ করতে পারছি না। যাত্রীদের কথা চিন্তা করে শহরের বাসস্ট্যান্ড থেকে ঢাকায় জিরো পয়েন্ট পর্যন্ত বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করা হলো।
তিনি বলেন, পরিবহন মালিকদের বলব, চাষাঢ়া থেকে সিটি, বন্ধন আর উৎসব বাস সরাসরি ঢাকা যাতায়াত করবে। মাঝে আর কোনো যাত্রী উঠাতে পারবে না।
যাত্রী অধিকার ফোরাম, রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে দাবি জানানো হয়, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫০ টাকাই রাখা হোক। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পর এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
তারা বলেন, গত ছয় মাস আগে বাসভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশে এমন কিছু হয়নি যে আবার বাস ভাড়া বাড়াতে হবে। এটা যাত্রীদের জন্য সমস্যা বাড়াবে।
আলোচনা সভায় কয়েক দফায় উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ থেকে ঢাকা রুটে ২০২৪ সালের নভেম্বরে ৫০ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছিল। বিআরটিএর সহায়তায় তখনকার জেলা প্রশাসক এই ভাড়া নির্ধারণ করেছিলেন। সেই সময়ে ডিজেলের মূল্য, যাত্রাপথ বিবেচনায় এই মূল্য নির্ধারণ করা হয়েছিল।
এমআরপি/আরএইচ