হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বাহুবল উপজেলার বাসিন্দারা তাদের ন্যায্য অধিকার হিসেবে ঘরে ঘরে গ্যাস ও বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন করেছেন। গ্যাসকূপের পাশে বসবাস করেও সংযোগ না পাওয়া এবং কর্মসংস্থানের সুযোগ না থাকাকে কেন্দ্র করে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিটি আয়োজন করে নবীগঞ্জ–বাহুবল মৈত্রী সংঘ ও গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনের উদ্যোক্তা অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদ মানববন্ধনে সভাপতিত্ব করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপ থেকে গত ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন বিশাল পরিমাণ গ্যাস (৮০ লাখ ঘনফুট) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। এ কূপে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে, যার বাজারমূল্য প্রায় চার হাজার সাত হাজার কোটি টাকা। একইভাবে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকেও দীর্ঘকাল ধরে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অথচ এত বিপুল পরিমাণ গ্যাসের উৎসের পাশে থেকেও স্থানীয় মানুষজন তাদের ঘরে গ্যাস সংযোগ পাচ্ছেন না।
বক্তাদের অভিযোগ, গ্যাস নীতিমালা অনুযায়ী গ্যাসকূপ সংলগ্ন এলাকার মানুষের জন্য গ্যাস সংযোগ দেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। তারা স্পষ্ট জানিয়ে দেন গ্যাস সংযোগ পাওয়া তাদের জন্য কোনো ‘অনুগ্রহ’ নয়, বরং এটি তাদের ন্যায্য অধিকার।
মানববন্ধনে স্থানীয় প্রতিনিধিরা গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিতকরণের পাশাপাশি গ্যাসকূপ সংলগ্ন এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরও দাবি জানান।
তারা উল্লেখ করেন, এলাকাবাসী ইতোমধ্যেই গ্যাস-বিদ্যুতের দাবিতে সংগঠিত হয়েছেন এবং দাবি মানা না হলে প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।
বক্তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গ্যাস নীতিমালার আলোকে অবিলম্বে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।
ইএসএস/এএটি