বেতনের পাঁচ শতাংশ হারে সর্বনিম্ন ২০০০ হারে বাড়ি ভাড়া দেওয়ার সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।
রোববার (১৯ অক্টোবর) প্রজ্ঞাপন জারির পর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ২০ শতাংশ দেওয়ার দাবিতে স্লোগান দিচ্ছেন।
আজ শিক্ষকদের ভুখা মিছিল হওয়ার কথা রয়েছে। মিছিলে অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা শহীদ মিনারে জড়ো হচ্ছেন। তাদের হাতে থালা-বাটি দেখা গিয়েছে।
বাংলাদেশে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সদস্য সচিব মোহাম্মদ শাহ আলম বলেন, সরকার যে সিদ্ধান্ত দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে, তা আমরা মানি না। আমরা ২০ শতাংশ চাই। তার থেকে এক শতাংশ কম হলেও শিক্ষকরা মানবে না।
তিনি বলেন, আমাদের একটি প্রতিনিধিদল আলোচনার জন্য মন্ত্রণালয়ে গিয়েছে। সেখানে কী আলোচনা হয়, তা আমরা দেখব। তারপর আমাদের কর্মসূচি ঘোষণা হবে।
এদিকে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলাওয়ার হোসাইন আজিজী প্রজ্ঞাপনের পর ফেসবুকে লেখেন, ‘৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে’।
এফএইচ/আরআইএস