গাইবান্ধা: রাম সাগর এক্সপ্রেস ও ৪৮২ লোকাল ট্রেন চালুর দাবিতে শনিবার সকালে গাইবান্ধায় নাগরিক পরিষদ রেল স্টেশন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ওই দু’টি ট্রেন দীর্ঘ দিন ধরে লালমনিরহাট থেকে সান্তাহার যাতায়াত করছিলো।
লালমনিরহাট ও দিনাজপুর থেকে কাউনিয়া হয়ে গাইবান্ধার ওপর দিয়ে সকাল বিকেল যাতায়াত করায় ট্রেন দুটিতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীরা কম খরচে গাইবান্ধা শহরের সঙ্গে যোগাযোগ করতে পারতো।
কিন্তু ১ বছর আগে রাম সাগর এক্সপ্রেস ও ২ মাস আগে ৪৮২ লোকাল ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়। ফলে শিক্ষার্থীসহ ব্যবসায়ীদের যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে। এসময় বক্তব্য রাখেন, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, আরিফুল ইসলাম বাবু, মঞ্জুর আলম মিঠু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর
[email protected]