রাজবাড়ী: রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, পৌরসভার চেয়ারম্যান, সাবেক জেলা বিএনপির সভাপতি মরহুম আক্কাস আলী মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মরহুম এই জননেতার মৃত্যবার্ষিকী পালন উপলক্ষে রোববার রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা ৩নং সড়কে অবস্থিত মরহুমের বাসভবনে বাদ জোহর কোরআনখানি ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার মাফিলে মরহুমের জৈষ্ঠ্য সন্তান রাজবাড়ী পৌরসভার বর্তমান মেয়র মো. তোফাজ্জেল হোসেন মিয়া ও তার পরিবার পরিজনসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর।