ঢাকা: প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করে।
আদেশে বলা হয়, অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
আবুল কালাম আজাদ মুন্সিগঞ্জের লৌহগঞ্জ উপজেলার হারিদিয়া গ্রামের প্রয়াত হাবিবুর রহমান সিকদারের ছেলে।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪