জাতীয় সংসদ ভবন থেকে: ‘সংসদ টেলিভিশন’- এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। এর ফলে দেশের গণমাধ্যমে যুক্ত হলো আরও একটি টেলিভিশন চ্যানেল।
মঙ্গলবার সকাল থেকে চ্যানেলটির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় ।
নতুন টেলিভিশন অধিবেশন কক্ষে থাকা দুটি টেলিভিশন ছাড়াও দুটি প্রজেক্টরের মাধ্যমে সংসদ সদস্যরা প্রত্যক্ষ করেন সরাসরি সম্প্রচার।
নবম সংসদের অষ্টম অধিবেশনের রাষ্ট্রপতি জিল্লুর রহমানের উদ্ধোধনী ভাষণের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এ টেলিভিশন।
আপাতত বাংলাদেশ টেলিভিশনের কারিগরি সহায়তায় সীমিত পরিসরে চলবে এ চ্যানেলের কার্যক্রম। সংসদ চলার সময় সরকারি এই চ্যানেলের মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হবে। সংসদ অধিবেশন না থাকলে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত সম্প্রচার চলবে।
গত শনিবার স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় নতুন এ চ্যানেলটি চালুর সিদ্ধান্ত হয়।
লোকসভা পরিচালিত টেলিভিশনের আদলে এ দেশে সংসদ সচিবালয়ের জন্য টিভি চ্যানেল চালুর পরামর্শ দিয়েছিলেন ভারতের লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১