ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: চাঁদপুর বড় স্টেশন এলাকায় অস্থায়ী রেল স্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এসময় একটি বগির চারটি আসন পুড়ে যায়।



বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

চাঁদপুর রেল স্টেশনের টিএক্সআর মাজহারুল ইসলাম  বাংলানিউজকে জানান, ট্রেনটি ডক থেকে বের হয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার আগে ট্রেনের ২০২৪ নম্বর বগিতে পেট্রোল ঢেলে আগুন দেয় অবরোধ ও হরতাল সমর্থকরা। বগিতে আগুন দেখে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এসময় ৪৮, ৪৯, ৫০ ও ৫১ আসনের কিছু অংশ পুড়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত বগিটি রেখে মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে যথা সময়ে ছেড়ে যায়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।