ঢাকা: আজ রোববার ২৯ এবং ৩০ মে বরগুনা গণহত্যা দিবস। একাত্তরের এই দিনে বরগুনা জেলখানায় আটককৃত ৭২ জন নিরীহ বাঙ্গালীদের গুলি করে নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী।
গুম করে তাদের গণকবর দেয় পাকিস্তানী হানাদাররা।
পটুয়াখালী জেলা সামরিক আইন প্রশাসক মেজর নাদের পারভেজ ২৮ তারিখ বরগুনায় আসে এবং তার নির্দেশে ২৯ মে বরগুনা জেলখানায় প্রহসনমূলক বিচারের ব্যবস্থা করে সেখানে বন্দী নিরীহ বাঙালীদের গণহত্যা শুরর করে । সেদিন তারা ৫৫ জনকে হত্যা করেছিল। পরের দিন আবারও ১৭ জনকে গুলি করে হত্যা করা হয়।
বরগুনা শহরের পৌর এলাকার জেলখানার দক্ষিণ পাশে শহীদদের গণকবর। ১৯৯২ সনে সেখানে একটা স্মৃতি সৌধ নির্মান করা হয়েছে। স্মৃতি সৌধের শ্বেত পাথরে লেখা রয়েছে শহীদদের নাম।
২৯ মে সকালে স্বজনহারারা গণকবরে গিয়ে পুষ্পর্ঘ অর্পণ ও শহীদদের আত্মার শান্তি কামনা করবে। এই দিবসকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও বরগুনায় শোকর্যালীসহ আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, মে ২৯, ২০১১