পাথরঘাটা (বরগুনা): সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদী দিয়ে পাচারকালে ৫৪ বস্তা টিএসপি সার আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা।
শুক্রবার (১১ সেপ্টে¤¦র) ভোরে নদীর চরদুয়ানীর পাড়ে একটি ট্রলার থেকে এ সার আটক করা হয়।
কোস্টগার্ডের দক্ষিণজোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এস এ রউফ বাংলানিউজকে জানান, বলেশ্বর নদী দিয়ে ট্রলারে করে সার পাচার করা হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। পরে চরদুয়ানীর পাড়ে একটি নামবিহীন ট্রলারসহ ৫৪ বস্তা সার আটক করা হয়।
তিনি আরও জানান, ওই ট্রলারটি খুলনা থেকে পটুয়াখালীর মহিপুর কলাপাড়া এলাকার মুদি-মনোহরী মালামাল আনা-নেওয়া করে। এসব মালামালের নিচে ৫৪ বস্তা টিএসপি সার রাখা ছিল। এ সার বরিশাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসআর