দিনাজপুর: নিখোঁজের একদিন পর দিনাজপুর সদর উপজেলার দাইনুড় সীমান্ত এলাকার একটি পুকুর থেকে খায়রুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত খায়রুল ইসলাম সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কালাইদিয়া দক্ষিণ দাইনুড় গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি খায়রুল। শুক্রবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এএটি/এসআর