সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলার টাংনির হাওরে মাছ শিকার গিয়ে নিখোঁজ থাকা বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হাওর থেকে প্রায় এক কিলোমিটার দূরে কালনী নদীর রণভূমি এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এরআগে বৃহস্পতিবার রাতে উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামের ফারুক আহমদ চৌধুরী ও তার ছেলে একসান চৌধুরী গ্রামের পাশের টাংনির হাওরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হন।
সকালে বাবা ও ছেলে ফিরে না আসায় স্বজনরা হাওর এলাকায় খুঁজতে শুরু করেন।
পরে দুপুর ২টার দিকে কালনী নদীর রণভূমি গ্রাম এলাকায় তাদের মৃতদেহ ভেসে উঠলে খবর পেয়ে স্বজনরা গিয়ে তা উদ্ধার করেন।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসআর
** হাওরে মাছ শিকারে গিয়ে বাবা-ছেলে নিখোঁজ