ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে বাস চাপায় ভ্যান চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
মুকসুদপুরে বাস চাপায় ভ্যান চালক নিহত ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চন্ডিবর্দি ব্রিজের কাছে বাসচাপায় প্রশান্ত বিশ্বাস (৩৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালকের বাড়ি ওই উপজেলার বহুগ্রামে।

মুকসুদপুর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফয়বর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে সেবাগ্রিন লাইনে যাত্রীবাহী একটি বাস ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিবর্দি ব্রিজের কাছে এলে চলন্ত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ভ্যান চালক প্রশান্ত বিশ্বাসের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ বাসটিকে আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।