ঢাকা: ব্লগার অনন্ত ও অভিজিৎ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক নিষিদ্ধ সংগঠন আনসারুউল্লা বাংলাটিমের ভারপ্রাপ্ত প্রধান আবুল বাশারসহ তিন কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে তাদের হাজির করে ১০দিনের রিমান্ড চায় মামলার তদন্তকারী কর্মকর্তা।
পরে শুনানি শেষে তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
অন্য দুই আসামি হলেন, জঙ্গি সংগঠন আনসারুল্লাহর মিডিয়া শাখার সদস্য জুলহাস বিশ্বাস ও জাফরান আল হাসান।
মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফজলুর রহমান তিন আসামিকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিলেন।
আদালত সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে জাফরানের পক্ষে জামিনের আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (র্যাব) সদস্যরা তাদের আটক করে।
তারা মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ ও সিলেটের ব্লগার অনন্ত বিজয় হত্যার সন্দেহভাজন আসামি বলে জানিয়েছে র্যাব।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এমআই/এসএইচ