ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শালিখায় ৬০০ বোতল ফেনসিডিল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
শালিখায় ৬০০ বোতল ফেনসিডিল আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরার শালিখা উপজেলা থেকে ৬০০ বোতল ফেনসিডিলসহ এক পিকআপ চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মাগুরা-যশোর সড়কের কৃষ্ণপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, বরিশালের বাকেরগঞ্জের শেখ জাবেদ আলীর ছেলে চালক জাহাঙ্গীর হোসেন (২৩) ও সাতক্ষীরার পাথরঘাটা উপজেলার ঝাউডাঙার মৃত আক্কাস আলীর ছেলে হেলপার নুর ইসলাম (৪০)।

মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, পিকআপভ্যানে করে ফেনসিডিলগুলো সাতক্ষীরা থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। এ ব্যাপারে শালিখা থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।