ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

অটোরিকশা চালককে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
অটোরিকশা চালককে পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২ ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে শামীম (২০) নামে এক অটোরিকশা চালককে হাত-পা-চোখ বেঁধে শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন- কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি গ্রামের মন্নাছ মিয়ার ছেলে জনি (২২) ও একই এলাকার লাল মিয়ার ছেলে সাজন (১৫)।



শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে মিঠামইন উপজেলার গোপদীঘি থেকে জনিকে এবং করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর থেকে সাজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, হত্যার ঘটনায় দুপুরে নিহত অটোরিকশা চালকের চাচা মানিক মিয়া বাদী হয়ে জনি, সাজন, আল আমিন ও শফিককে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় বিকেলে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় আমরা জনি ও সাজনকে গ্রেফতার করেছি। তাদের থানায় নিয়ে আসা হচ্ছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নেশা করতে বাধা দেওয়ায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ সদর থানাধীন যশোদল ইউনিয়নে অটোরিকশা চালক শামীমকে হাত-পা ও চোখ বেঁধে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।   এতে তার শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় তার।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।