ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রাজধানীর দক্ষিণখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
রাজধানীর দক্ষিণখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুৎফর রহমান (৩৫) নামে এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন-ইউনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



লুৎফর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের মৃত মো. রাশেদের ছেলে। তিনি রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় বসবাস করতেন।

বড় ভাই মো. মোস্তফা জানান, আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণখান মুন্সি মার্কেট ১০ নম্বর সড়কে একটি টিনসেড বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় লুৎফর। এতে তার শরীরের ৫০ শতাংশ পুড়ে যায়।

দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন-ইউনিটে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসক লুৎফরকে মৃত ঘোষণা করেন।

মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।