ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফের আন্দোলনে রাষ্ট্রায়ত্ত জুট মিলের শ্রমিকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
ফের আন্দোলনে রাষ্ট্রায়ত্ত জুট মিলের শ্রমিকরা ফাইল ফটো

খুলনা: পাট ক্রয়ের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও ঈদের আগে শ্রমিকদের ২০ শতাংশ মহার্ঘ ভাতাসহ ৫ দফা দাবিতে ফের পাঁচদিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের নেতারা।

শুক্রবার (১১সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুলনার খালিশপুর ক্রিসেন্ট গেটের সামনে বিআইডিসি রোডে পরিষদের আহবায়ক শ্রমিক নেতা মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে জনসভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জনসভায় সারাদেশের রাষ্ট্রায়ত্ত জুট মিলের শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় খালিশপুর, আটরা ও রাজঘাট শিল্প এলাকায় সমাবেশ ও লাঠি মিছিল, ১৪ সেপ্টেম্বর সকাল ১০টায় সব শিল্প এলাকার জেলা শহরে লাল পতাকা হাতে নিয়ে মিছিল, ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এক ঘণ্টা শ্রমিকদের সন্তানদের নিয়ে রাজপথে মানববন্ধন, ১৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্ব স্ব মিলের প্রধান কার্যালয় ঘেরাও এবং ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় সব শিল্প এলাকায় শ্রমিক জনসভা।

শুক্রবারের সমাবেশে বক্তব্য দেন পাটকল সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, শ্রমিক নেতা সৈদয় জাকির হোসেন, কাওসার আলী মৃধা, মো. খলিলুর রহমান, মো. দ্বীন ইসলাম, মো. হাসান উল্লাহ, হারুন-অর-রশিদ মল্লিক, মো. মোশাররফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, আ. ওহাব, মো. আবুল হোসেন, মো. আবু তাহের, শ্রমিক নেতা তরিকুল ইসলাম ও জাকির হোসেন প্রমুখ।

পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন বলেন, সরকার চাইলেও বাংলাদেশ জুট মিল কর্পোরেশন (বিজেএমসি)’র কতিপয় কর্মকর্তার কারণে লাভজনক পাট শিল্প পথে বসতে চলেছে। এ শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করতে পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, ঘোষিত পে-কমিশনের ন্যায় মজুরি কমিশন ঘোষণা ও বাস্তবায়ন, ঈদের আগে ২০ শতাংশ মহার্ঘ ভাতা, ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট ২০১০ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এমআরএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।