ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

উত্ত্যক্ত করায় ময়মনসিংহে ২ বখাটের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
উত্ত্যক্ত করায় ময়মনসিংহে ২ বখাটের কারাদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মেহেদী হাসান জুয়েল (১৫) ও নবী হোসেন (১৬) নামে দুই বখাটেকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার এ দণ্ড দেন।



ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, স্থানীয় লাহেড়িপাড়া এলাকার দুই বখাটে এক স্কুল ছাত্রীকে রাস্তায় উত্ত্যক্ত করে আসছিল।

এ অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতেই তাদের আটক করা হয়। পরে শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাদের এ সশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।