মেহেরপুর: মেহেরপুরে গোপন বৈঠক করার সময় আটক হওয়া মহিলা জামায়াতের রোকনসহ ১২ কর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাদের মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৬/২ ধারায় মামলা দায়ের করেছে। পরে বিকেলে তাদের আদালতে হাজির করা হলে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন বিচারক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় নাশকতার পরিকল্পনা করতে শহরের কাসারীপাড়া এলাকায় গোপন বৈঠক করছিল। খবর পেয়ে সদর থানা পুলিশ ওই বাড়িটি ঘেরাও করে তাদের আটক করে। এসময় ঘটনাস্থল থেকে কিছু জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ।
আটকরা হলো- রশিদা খাতুন (৫৫), রাবেয়া খাতুন (৫৩), রেনু (৪৭), হাসিনা (৪৫), জয়নব (৫৫), রিজিয়া (৪৭), রশিদা (৪৬), নাসিমা (৪০), আমিনা (৩০), রিজিয়া (৪৫), তাহেরা (৩০) ও মনোয়ারা (৩৫)।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
এসএইচ