ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মাগুরায় বিষপানে যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
মাগুরায় বিষপানে যুবকের আত্মহত্যা

মাগুরা: মাগুরা শহরের মোল্লাপাড়া এলাকায় স্ত্রীর ওপর রাগ করে রনি (২৫) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাত ৯টার দিকে মারা যান তিনি।

তিনি শহরের মোল্লাপাড়া এলাকার রশিদ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় রনির। এ সময় তিনি  বাড়ি থেকে বের হয়ে যান। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পার্শ্ববর্তী একটি মাঠে পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এ সময় তিনি বিষপান করে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে রাত ৯টার দিকে দায়িত্বরত চিকিৎসক অমর প্রসাদ মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।