সিলেট: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশ হলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আরেক রূপ। সেই ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীনে নেতৃত্ব না দিলে শোষণ বঞ্চনার যাতাকলে আমাদের প্রতিনিয়ত পিষ্ট হতে হত। তিনি শুধু আমাদের মুক্তি দেননি, বিশ্বের বুকে একটি স্বাধীন জাতি হিসেবে গর্বের পরিচয় দিয়েছেন।
তিনি আরো বলেন, ১৯৭১ এর পরাজিত শক্তি পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে তাকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু ঘাতকরা ভুলে গিয়েছিল ইতিহাস কাউকে ক্ষমা করেনা। বঙ্গবন্ধুর হত্যাকারীরা ইতিহাসের খলনায়ক, তাদের স্থান হয়েছে আস্তাকুঁড়ে। আর বঙ্গবন্ধুর সমাধিস্থল এক তীর্থস্থানে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার পঞ্চাশ বছরে দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করার স্বপ্ন দেখেছেন। সে স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা অনেকটা এগিয়ে এসেছি। সেদিন খুব দূরে নয় যেদিন সব শিশু শিক্ষার আলোয় আলোকিত হবে। এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ঘটবে।
সংগঠনের সিলেট জেলা কমিটির আহ্বায়ক ফয়সল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল-আজাদ, আওয়ামী লীগ নেতা মস্তাক আহমদ পলাশ, মোমিন চৌধুরী, কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সদস্য সচিব ইয়াসিন মোহাম্মদ, সদস্য সাইফুল হোসেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ।
সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রশিদুল ইসলাম রাশেদ ও পিংকু ধরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জহিরুল আলম মাছুম, ইমরানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট জিএস চৌধুরী দীপক, রুহুল চৌধুরী উজ্জল, এ এস মুন্না, সামাদুল কমর চৌধুরী লিটন, রুহুল আলম তালুকদার, রুহেল তালুকদার, ইছলাহ উদ্দিন মাহবুব, আব্দুল গফফার রাজু প্রমুখ।
বাংলাদেশ সময়: ০০৪৭ ঘন্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এনইউ/আরএ