বরিশাল: পুলিশ পরিচয়ে প্রতারণা করার দায়ে দুই ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরীর লঞ্চ ঘাট এলাকা থেকে তাদের আটক করেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন।
আটক ব্যক্তিরা হলেন-নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা ইউসুব হোসেনের ছেলে আমিনুল ইসলাম বিপ্লব এবং চরকাউয়া এলাকার বাসিন্দা হাকিম আলীর ছেলে মামুন হাওলাদার।
মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, শনিবার আমিনুল ইসরাম বিপ্লব এবং মামুন নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা বিউটি বেগমের বাসায় গিয়ে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই নারী অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে গ্রেফতারের হুমকি দিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।
এই ঘটনায় প্রতারণার শিকার বিউটি বেগম কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেন।
এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রতারক আমিনুল ইসলাম বিপ্লব এবং তার সহযোগী মামুনকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
আরএ