সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় তিনটি রামদাসহ চার ডাকাতকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় ডাকাতদের হামলায় স্থানীয় দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার খাজরা ইউনিয়ন সদরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-খাজরা গ্রামের সাইফুল ইসলাম (৪০) ও আনারুল ইসলাম (৩৮)। রাতেই তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনার কয়রা উপজেলার জায়গীর মল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া আটক ডাকাতদের মধ্যে মঞ্জুরুল, তকমারুল ও কালামের নাম জানা গেছে। তাদের পুলিশ পাহারায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়াল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে রামদা নিয়ে ডাকাতির চেষ্টা করলে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় সাইফুল ও আনারুল নামে স্থানীয় দুইজনকে কুপিয়ে আহত করে ডাকাতরা। পরে তিনটি রামদাসহ চারজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয় স্থানীয়রা। রাতেই তাদের পুলিশ পাহারায় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
আরএ/