ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মানবপাচার প্রতিরোধে ওকাপ’র রোডমার্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
মানবপাচার প্রতিরোধে ওকাপ’র রোডমার্চ ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নৌপথে মালয়েশিয়ায় মানবপাচার প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে রোডমার্চ করছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শনিরআখড়া থেকে এ রোডমার্চ শুরু হয়।

রোডমার্চ নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন এলাকায় পথসভা করবে।

রোডমার্চে নেতৃত্ব দিচ্ছেন শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক হামিদা হোসেন। অংশ নিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর এ খান, কারাম এশিয়ার আঞ্চলিক সমন্বয়ক ও সামাজিক সংগঠন ভালোবাসি বাংলাদেশের প্রতিনিধি হারুন অর রশিদ, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) চেয়ারম্যান শাকিরুল ইসলাম ও নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এই রোডমার্চ প্রথমে নারায়ণগঞ্জের কাঁচপুর গিয়ে অভিবাসী সমাবেশে মিলিত হবে। পরে আড়াইহাজার পৌরসভা চত্বর, নরসিংদীর মহিষাশুড়া, ভেলানগর চৌরাস্তা ও পাঁচদোনা মোড়ে পথসভা করবে।

এসব এলাকার অনেক লোক নৌপথে মালয়শিয়া পাড়ি দিয়েছেন, তাদের ফিরিয়ে আনার বিষয়ে কথা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার মানুষদের নৌপথে মালয়শিয়া গমনে অনুৎসাহিত করা হবে।

মানবপাচারের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কট ও মানবপাচার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাবে রোডমার্চ।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২১০৫
এসইউজে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।