ঢাকা: স্ত্রী নিত্যকে নিয়ে গা ঢাকা দিয়েছেন গৃহকর্মী নির্যাতন মামলার আসামি ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিব। বারবার অভিযান চালিয়েও তার অবস্থান এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
তদন্তকারী পুলিশ কর্মকর্তারা বাংলানিউজকে বলেন, ‘আমরা মোবাইল ফোন ট্র্যাকিং অব্যাহত রেখেছি। এছাড়া আসামিদের নিকটাত্মীয়দের বাসাতেও একাধিক বার অভিযান চালানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ বাংলানিউজকে বলেন, ‘আসামি গ্রেফতারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু তাদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারিনি। ’
এদিকে, মামলার বাদী খন্দকার মোজ্জাম্মেল হক এক লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে গণমাধ্যমের কাছে অভিযোগ করেছে শাহাদাতের পরিবার। তাদের দাবি চাঁদা না পেয়েই তিনি এই নাটক সাজিয়েছেন।
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে খন্দকার মোজ্জাম্মেল হক বাংলানিউজকে বলেন, ছোট একটি মেয়েকে অমানুষিক নির্যাতন করে যারা রাস্তায় ফেলে দিতে পারে তাদের পক্ষে এ ধরনের অভিযোগ করা সম্ভব।
তিনি বলেন, আসামি পক্ষ প্রভাবশালী বলে আমার উপর এসব অভিযোগ এনে চাপ সৃষ্টির অপচেষ্টা করছেন।
ঢামেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ড. বিলকিস বেগম বাংলানিউজকে বলেন, মেয়েটির গোপনাঙ্গ সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
রোববার (সেপ্টেম্বর ৬) রাতে ৮টার দিকে রাজধানীর কালশী থেকে নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানার পুলিশ। তবে ওই দিন বিকেলে শাহাদাত মিরপুর থানায় তার বাসার কাজের মেয়ে হারিয়েছে বলে একটি সাধারণ ডায়েরি করেন।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২,২০১৫
এনএ/আরআই