ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় বাসের চাপায় দেলবার হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, যশোর কুইন্স হাসপাতালে ডাক্তার দেখিয়ে সকালে বারবাজারে এসে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন দেলবার। এসময় চুয়াডাঙ্গা থেকে যশোরগামী শাপলা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় সঙ্গে থাকা প্রেসক্রিপশন দেখে তার নাম দেলবার বলে জানা গেছে।
বাসসহ এর সুপার ভাইজারকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআই