ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোলে অস্ত্র-গুলিসহ সিঅ্যান্ডএফ কর্মচারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
বেনাপোলে অস্ত্র-গুলিসহ সিঅ্যান্ডএফ কর্মচারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে দু’টি নাইন এমএম পিস্তল, চারটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ মাহামুদুল হাসান (২৫) নামে এক সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটক করেছে পুলিশ।  
 
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেনাপোল বন্দর এলাকার হোটেল মৌ থেকে তাকে আটক করা হয়।

 
 
মাহামুদুল হাসান বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি সিঅ্যান্ডএফ এজেন্ট আযাদ এজেন্সির কর্মচারী।  
 
পুলিশ জানায়, ভারত থেকে আসা আগ্নেয়াস্ত্রের চালান নিয়ে মাহামুদুল হাসান বেনাপোলের একটি আবাসিক হোটেলে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় দু’টি নাইন এমএম পিস্তল, চারটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।  
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাবুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে। রোববার দুপুরে তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।