ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের বদরের মোড় থেকে হাবুন বেপারী মোড় ও ছত্রিশ বাড়ি কলোনির রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সিকদার বাড়ি মোড়ে মিউনিসিপ্যাল গভরন্যান্স অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের অর্থায়নে এ রাস্তা দু’টির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওয়ালিউল্লাহ, সংরক্ষিত নারী কাউন্সিলর রোকসানা শিরিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান খোকন, শংকর শাহা, যুবলীগ নেতা শাহীনুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এএ ।