ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ওজনে কম দেওয়ায় জিল্লুর রহমান রিপন খান নামে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ কামরুল হুদা এ আদেশ দেন।
জিল্লুর রহমান উপজেলা সদর বাজারের সুগন্ধা অটো রাইচ মিল ও মেসার্স জিল্লুর ট্রেডার্সের মালিক।
পুলিশ জানায়, ব্যবসায়ী রিপনের বিরুদ্ধে চাল, চিনি, আটাসহ বিভিন্ন পণ্য ওজনে কম দেওয়ার অভিযোগ পেয়ে ইউএনও শাহ কামরুল হুদা পুলিশের সহায়তায় তার দোকানে অভিযান চালান। অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেন তিনি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমজেড