ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

পান্থপথে সাংবাদিক মারধর, ২ কনস্টেবল বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
পান্থপথে সাংবাদিক মারধর, ২ কনস্টেবল বরখাস্ত

ঢাকা: রাজধানীর পান্থপথে সিএনজি অটোরিকশা থেকে অবৈধভাবে টাকা নেওয়ার ছবি তোলায় আরটিভির সাংবাদিক নাজিব ফরাজীকে মারধর করেছেন ট্রাফিক পুলিশের দুই কনস্টেবল। আহত অবস্থায় তাকে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।



শনিবার (সেপ্টেম্বর ১২) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর প্রাথমিকভাবে দোষী দুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি জোনের ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার হাসান মোস্তফা।

তিনি বাংলানিউজকে বলেন, সাংবাদিককে মারধরের ঘটনায় কনস্টেবল জাকির ও মুজিবুরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে আরটিভির চিফ রিপোর্টার শরিফুদ্দিন লিমন বাংলানিউজকে বলেন, নাজিব পান্থপথ দিয়ে যাচ্ছিলো। এসময় সিগন্যালের উল্টো রাস্তা দিয়ে চলাচল করা সিএনজি অটোরিকশা থেকে টাকা তুলছিলেন ওই দুই কনস্টেবল।

এসময় নাজিব ঘুষ নেওয়ার এ ছবি তোলেন। বিষয়টি দেখে ওই দুই কনস্টেবল তাকে মারধর করে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এনএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।