ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় দুটি হরিণের চামড়া উদ্ধার, ২ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
খুলনায় দুটি হরিণের চামড়া উদ্ধার, ২ নারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা মহানগরীর ছোট মির্জাপুর এলাকা থেকে দুটি হরিণের চামড়া উদ্ধার  করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ নারীকে আটক করা হয়েছে।



শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে নগরীর ছোট মির্জাপুর এলাকার শুনুর বাড়ি থেকে হরিণের চামড়া দুটি উদ্ধার করা হয়।

বাংলানিউজকে চামড়া দুটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে নগরীরর ছোট মির্জাপুর এলাকার শুনুর বাড়ি থেকে চামড়া দুটি উদ্ধার করা হয়েছে।

ওই বাড়ির ২ নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে চামড়ার মালিক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমআরএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।