ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে হত্যা মামলার আসামি গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
সারিয়াকান্দিতে হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি : প্রতীকী

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে কলেজছাত্র মোশারফ হোসেন পারভেজ হত্যা মামলায় বিলাস মিয়া (২২) নামে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার  করেছে পুলিশ।  
 
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দনবাইশা এলাকা থেকে তাকে আটক করা হয়।


 
বিলাস চন্দনবাইশা এলাকার ঘুঘুমারি গ্রামের মোজাফফর রহমানের ছেলে ।  
 
পুলিশ জানায়, ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পারভেজকে যমুনা নদীর তীরে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে, তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করার পর ১২ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়।  
 
এ ঘটনায় দায়ের মামলা দায়ের করে নিহতের পরিবারের সদস্যরা। এ মামলার এজাহারভুক্ত আসামি বিলাস মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।
 
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আবদুল হাকিম বিষয়টি বাংলানিউজকে  নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।