সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবনের অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পৌর এলাকার বাড়ইপাড়া তিনমাথা মোড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সারিয়াকান্দি সদর ইউনিয়নের লিমন মিয়া (২৫), পৌর এলাকার ঢেকের পাড়া গ্রামের মিস্টার মিয়া (২৩) ও কুটিবাড়ী এলাকার আশরাফুল ইসলাম (২৪)।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল হামিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। রোববার সকালে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমজেড