ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় বিদেশি বন্দুক-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
খুলনায় বিদেশি বন্দুক-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনা: খুলনার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে আরিফ সরদার (২৯) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি একনলা বিদেশি বন্দুক ও ৩৫ রাউন্ড গুলি জব্দ করা হয়।



শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর বড় বাজারের মুরগি পোট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরিফ খুলনার রূপসা উপজেলার নন্দনপুর গ্রামের খোকন সরদারের ছেলে।

র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের স্পেশাল কোম্পানির একটি টিম বড় বাজারের মুরগি পোট্টি এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দোকানের সামনে থেকে আরিফ সরদারকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা একটি কালো রংয়ের হ্যান্ড ব্যাগের মধ্যে খবরের কাগজ দিয়ে মোড়ানো একটি একনলা বিদেশি বন্দুক ও ৩৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমআরএম/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।