ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে যুবকের ২ হাতের কব্জি কর্তন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
কক্সবাজারে যুবকের ২ হাতের কব্জি কর্তন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার সৈয়দ আলম নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে নিয়েছে স্থানীয় সন্ত্রাসী সিফাত ও আরাফাত বাহিনীর লোকজন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।



পরে আলমকে রাস্তা থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত যুবক সৈয়দ আলম পাহাড়তলী এলাকার সত্তারঘোনার আবদুল শুক্কুরের ছেলে।

আহত আলম জানান, দুপুর ১টার দিকে বাড়ি ফেরার পথে সত্তারঘোনা এলাকায় সিফাত ও আরাফাতসহ ১০/১২ জন তার ওপর হামলা চালায়। তারা তাকে মারধর করে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়।

পরে গভীর জঙ্গলে সন্ত্রাসীদের আস্তানায় নিয়ে গিয়ে ধারালো কিরিচ দিয়ে তার দুই হাতের কব্জি কেটে নেয়। এতে তিনি অজ্ঞান হয়ে যান।

তিনি দাবি করেন, সব সময় এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার ওপর এ হামলা হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিফাত ও আরাফাত শীর্ষ সন্ত্রাসী। তাদের আটক করতে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।