ঢাকা: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে হাটে গিয়ে পশু কেনার ঝক্কি-ঝামেলা এড়াতে এবং পশুদের স্বস্তির জন্য বাংলাদেশের অনলাইন মার্কেটপ্লেসগুলো গ্রাহকদের জন্য কোরবানির পশুর প্রি-অর্ডার এবং ডেলিভারি অফার দিচ্ছে। অনলাইন মার্কেটপ্লেসে বাছাই করা পশুর বিজ্ঞাপন থেকে গ্রামে প্রাকৃতিকভাবে পালিত গরু-খাশির অর্ডার করতে পারবেন গ্রহকরা।
প্রি-অর্ডার ছাড়াও বিজ্ঞাপন দেখে কোরবানির পশু কেনা, বুকিং দিলেই বাড়িতে ডেলিভারিও পাওয়া যাবে। কোরবানির পশু জবাই ও প্র্রক্রিয়াজাত করার সমস্ত দায়িত্ব পালন করারও অফার দিয়েছে কোন কোন অনলাইন মার্কেট প্লেস।
গতবারের ঈদের মত এবারও ঈদকে সামনে রেখে এরইমধ্যে অনলাইন মাধ্যম কার্যক্রম শুরু করেছে এসব মার্কেটপ্লেসের কোনো কোনোটি।
বিক্রয় ডটকম’র কার্যক্রম শুরু
কোরবানির ঈদ উপলক্ষে বিক্রয় ডটকম গ্রাহকদের জন্য পশুর প্রি-অর্ডার এবং ডেলিভারি অফার দিচ্ছে। অফারের আওতায় আগ্রহীরা অনলাইন মার্কেটপ্লেসে বাছাই করা শত শত পশুর বিজ্ঞাপন থেকে গ্রামে পালিত সম্পূর্ণ প্রাকৃতিক গরু অথবা খাশির অর্ডার করতে পারবেন।
সেইসাথে ঢাকার গরুর হাট জমে ওঠার আগেই ‘বিক্রয় ডেলিভারস’র মাধ্যমে সরাসরি বাড়িতে ডেলিভারিও পাওয়া যাবে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রি-অর্ডার কার্যক্রম চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। অফারটি নিতে গ্রাহকদের ডেলিভারি চার্জ হিসাবে তিন হাজার টাকা অগ্রিম দিতে হবে।
এজন্য বিক্রয় ডটকম সাইটে অল অ্যাড’এ ক্লিক করে সার্চ অপসনে ‘প্রি-অর্ডার কাউ’ অথবা ‘প্রি-অর্ডার গোট’ টাইপ করতে হবে। ‘প্রি-অর্ডার’ বিভাগে থাকা পশুর তালিকা দেখে পছন্দের পশুর রেফারেন্স নম্বর লিখে রেখে বিজ্ঞাপনে ক্লিক করার পর সেটি যে ‘বিক্রয় ডেলিভারি’র মাধ্যমে অফার করা হয়েছে তা নিশ্চিত হতে হবে। বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বরে গ্রাহকের রেফারেন্স, নাম, ই-মেইল আইডি এবং ফোন নম্বরসহ যোগাযোগ করতে হবে।
পছন্দ করা পশুটি অবিক্রিত থাকলে একজন গ্রাহক সেবা প্রতিনিধি ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকের সাথে যোগাযোগ করে একটি বিকাশ নম্বর দেবেন। এরপর বিকাশ নম্বরে অগ্রিম ডেলিভারি চার্জ তিন হাজার টাকা রেফারেন্স নম্বরসহ প্রদান করে বিক্রয়ের কাস্টমার কেয়ারে ফোন/এসএমএসের মাধ্যমে জানাতে হবে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহক সেবা প্রতিনিধি গ্রাহককে ফোন করে ডেলিভারির তারিখ, সময়, ঠিকানা, চুড়ান্ত মূল্য জানাবে। ডেলিভারির নির্দিষ্ট দিনে একজন প্রতিনিধি আরেকবার গ্রাহককে ফোন করে ডেলিভারি সম্পর্কে সুনিশ্চিত হবে। এ সময়ে গ্রাহক বিক্রেতাকে পশুর সম্পূর্ণ দাম প্রদান করবে। কোন কারণে অর্ডার বাতিল করলে গ্রাহককে পশু ফেরত বাবদ তিন হাজার টাকা প্রদান করতে হবে।
প্রি-অর্ডার সেবা না নিতে চাইলেও যে কোন গ্রাহক বিক্রয় ডটকম থেকে বিজ্ঞাপন দেখে কোরবানির পশু কিনতে পারবেন।
বিক্রয় ডটকম-এর মার্কেটিং ডিরেক্টর মিশা আলী বলেন, কোরবানির ঈদে পশু কেনা-বেচা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য ঝক্কি-ঝামেলার বিষয়। এ অফার গ্রাহকদের কোরবানির পশু ক্রয়ের কষ্ট থেকে মুক্তি দেবে। পাশাপাশি এর মাধ্যমে ঈদের কয়েকদিন আগে থেকে জনাকীর্ণ কোরবানির হাটের যন্ত্রণাদায়ক পরিস্থিতি থেকে গরু-ছাগলকেও স্বস্তি দেবে।
বেঙ্গল মিটের অভিনব সেবা
কোরবানির ঈদে গ্রাহকদের জন্য অভিনব সেবা নিয়ে এসেছে বেঙ্গল মিট (বিএমপিআইএল)। গ্রাহকরা চাইলেই বেঙ্গল মিট থেকে তাদের কোরবানির পশু বাছাই ও নির্বাচন করে কোরবানি দিতে পারবেন। এ পুরো প্রক্রিয়াটি ইসলামি শরিয়াহ আইন অনুসারে সম্পন্ন হবে।
গ্রাহকরা যাতে ঝামেলামুক্ত ঈদ উদযাপন করতে পারেন এজন্য বেঙ্গল মিট তাদের পক্ষ থেকে কোরবানির পশু জবাই ও প্র্রক্রিয়াজাত করার সমস্ত দায়িত্ব পালন করবে। ঈদের জামাত আদায়ের পরপরই পশু কোরবানি দেওয়া হবে এবং গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া হবে ঈদের তৃতীয় দিন।
বেঙ্গল মিট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকরা চাইলে নিজেরাও কোরবানির পশু সরবরাহ করতে পারবেন, তবে সে ক্ষেত্রে ভারতীয় গরু সরবরাহ করা যাবে না এবং পশু বাছাইয়ের ক্ষেত্রে গবাদিপশুর স্বাস্থ্যসংক্রান্ত বিধিমালা মেনে কোরবানির জন্য পশু সরবরাহ করতে হবে।
পশু জবাই থেকে শুরু করে মাংস বিতরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি বেঙ্গল মিট আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ সংস্থা ও এইচএসিসিপি’র খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ বিধি মেনে এবং মালয়েশিয়ার ইসলামি উন্নয়ন বিভাগের (জেএকেআইএম) নির্দেশিকা মেনে পরিচালনা করবে। ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধিরা সম্পূর্ণ প্রক্রিয়াটিই পর্যবেক্ষণ করবেন।
সেবা প্রদানের ক্ষেত্রে প্রতি গরুর জন্য পরিষেবা মূল্য ধরা হয়েছে ১৭ হাজার টাকা। এ পরিষেবা মূল্যে গ্রাহকরা পশুপালন, কোরবানি, সংরক্ষণ ও হোম ডেলিভারিসহ সমস্ত প্রক্রিয়াটি সম্পন্ন করার সুবিধা পাবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত বেঙ্গল মিটের ওয়েবসাইট (products.bengalmeat.com/qurbani/) ভিজিট করতে পারবেন আগ্রহীরা। স্টক থাকা পর্যন্ত ওয়েবসাইট থেকে তারা তাদের পছন্দের পশু নির্বাচন করতে পারবেন।
বেঙ্গল মিটের ফ্ল্যাগশিপ স্টোর থেকেও এ সংক্রান্ত সব তথ্য জানতে পারবেন গ্রাহকরা। চাইলে যে কেউ পাবনায় বেঙ্গল মিটের নিজস্ব খামার থেকে পশু বাছাই ও নির্বাচন করতে পারবেন।
পিছিয়ে নেই অন্যান্য মার্কেটপ্লেসও
আরও অন্তত এক ডজন অনলাইন মার্কেটপ্লেস অনলাইনে পশু কেনাবেচার জন্য প্রস্তুতি শুরু করেছে। একাধিক অনলাইন মার্কেটপ্লেসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে তারা ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছেন।
গতবারও কোরবানিতে পশু কেনাবেচা করা আমার দেশ ই-শপ ডটকম এর প্রজেক্ট ম্যানেজার এনামুল হক জানান, তারা ১০ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করেছেন।
এখনই ডটকম’ও বরাবরের মত এবারও কোরবানির পশু কেনাবেচা করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা।
উপহার টু মি ডটকম মার্কেটপ্লেসের ম্যানেজার সাঈদ উল হক বলেন, কয়েক দিনের মধ্যে তারাও কার্যক্রম শুরু করবেন। প্রতিষ্ঠানের ম্যানেজার সাঈদ উল হক বলেন, গত বছর ২২-২৫ শতাংশ কমিশনে পশু ডেলিভারি দেওয়া হয়, এবারও শিগগিরই কার্যক্রম শুরু করবেন তারা।
কোরবানির পশু নিয়ে ফেসবুকের পাতা
ঈদের জন্য কেমন গরু প্রয়োজন, আর পাওয়া যাবে কোথায় এমন নানা তথ্য দিয়ে পোস্ট দেওয়া হচ্ছে ফেসবুক পাতায়।
‘ঢাকা গরুর হাট নর্থ অ্যান্ড সাউথ’, ‘রহমতগঞ্জ গরু হাট’, ‘গাবতলী গরু হাট’ নামে ফেইসবুক পেজ খুলে সেখানে বিভিন্ন ধরনের পোস্ট দেয়া হয়েছে। দেওয়া হয়েছে গরুর ছবিও।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এমআইএইচ/আরআই