ঢাকা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহজাহান (৪০) রাজধানীর মহাখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
ওই বিভাগের স্টাফ রমজান আলী জানান, ডা. শাহজাহান সিলেট গিয়েছিলেন। যে বাসে ঢাকায় ফেরেন সে বাসেই অজ্ঞান পার্টির সদস্যরা ধরেন শিক্ষক শাহজাহানকে।
পরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এখন ঢামেক নতুন ভবনে চিকিৎসাধীন তিনি। তবে তার কোনো টাকা-পয়সা লুট হয়েছে কিনা এ বিষয়ে জানাতে পারেননি স্টাফ রমজান আলী।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজেডএস/আইএ