ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ড্যাফোডিলের শিক্ষক অজ্ঞান পার্টির খপ্পরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
ড্যাফোডিলের শিক্ষক অজ্ঞান পার্টির খপ্পরে

ঢাকা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. শাহজাহান (৪০) রাজধানীর মহাখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।



ওই বিভাগের স্টাফ রমজান আলী জানান, ডা. শাহজাহান সিলেট গিয়েছিলেন। যে বাসে ঢাকায় ফেরেন সে বাসেই অজ্ঞান পার্টির সদস্যরা ধরেন শিক্ষক শাহজাহানকে।

পরে তাকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এখন ঢামেক নতুন ভবনে চিকিৎসাধীন তিনি। তবে তার কোনো টাকা-পয়সা লুট হয়েছে কিনা এ বিষয়ে জানাতে পারেননি স্টাফ রমজান আলী।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
এজেডএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।